#দ্বিতীয় বার কন্যাসন্তান জন্ম হওয়ায় নিজের শিশুকেই খুন করল মা।।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের লাতুরে। ৩ দিনের শিশুকন্যাকে নাকে রুমাল চেপে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় মাকে। মহিলাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৫ বছর বয়সি ওই মহিলা ওসমাবাদ জেলার বাসিন্দা। ওই মহিলার এক কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয়বার তাই পুত্রসন্তান জন্মাবে বলে আশা করেছিলেন তিনি। কিন্তু এবারও তার মেয়ে সন্তান জন্ম নেয়। গত মাসে গ্রামের একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। অভিযোগ, ২৯ ডিসেম্বর সেই মেয়েকে খুন করেন। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।