#দু পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়াল গোয়ালপোখরে। মৃত১।।
দু পক্ষের সংঘর্ষকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়ায় গোয়ালপোখরে। সেই গুলির আঘাতেই মৃত্যু হল একজনের। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। ঘটনায় এক মহিলা সহ তিনজন গুলিবিদ্ধ হন। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও রাতে তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার মদিনা চক এলাকার ঘটনা।
জানা গিয়েছে, শুক্রবার আচমকাই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালীন গুলি চলে। ঘটনায় এক মহিলা সহ তিনজন গুলিবিদ্ধ হন। রাত গড়াতেই ফের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় মহম্মদ আরিফ নামে এক যুবককে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ পৌঁছে তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা আরিফকে মৃত বলে ঘোষণা করে।
তবে রাতের অন্ধকারে কারা গুলি চালিয়েছে সে বিষয়ে সঠিক কিছু জানা যায়নি। যদিও নাজিসের লোকজনই গুলি চালিয়েছে বলে দাবি করেছেন আক্রান্তরা। গোটা ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।