#দুষ্কৃতীদের গুলির হামলায় মৃত ১ ব্যাক্তি।।
জিটি রোডে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। প্রতক্ষ্যদর্শীদের তৎপরতায় তড়িঘড়ি খবর দেওয়া হয় পান্ডুয়া থানায়। এরপর পুলিশ এসে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির মাথায়, বুকে এবং পাঁজরে তিন জায়গায় গুলি লেগেছে।
হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ জানান, একটি স্করপিওতে চারজন এসেছিল। হুগলি-বর্ধমান সীমনা এলাকায় একজনকে গুলি করে পালানোর সময় নাকা চেকিংয়ে একজন দুষ্কৃতী ধরা পড়ে যায়। গাড়িটি আটক করা হয়েছে। তবে গাড়িতে থাকা বাকিরা পালিয়ে যায়। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।