#দুর্ঘটনার কবলে পড়লো একটি চার চাকার গাড়ি। আহত ১ জন।
পিকনিক করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো একটি চার চাকার গাড়ি। আহত ১ জন বলে জানা গেছে।
এই দুর্ঘটনাটি ঘটেছে এমএম তরাই থেকে বাগডোগরা আসার পথে ডাহারা বস্তির কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, য়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে গাড়িটি । দূর্ঘটনায় এক ব্যক্তি আহত হয়ছে । আহত ব্যাক্তির নাম 8īনবদ্বীপ ধর, শিবমন্দিরের বাসিন্দা তিনি ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে উদ্ধার করে বাগডোগরা থানায় নিয়ে যায় । তবে আহত ব্যক্তি ও বাকিদের দুর্ঘটনাস্থলে পাওয়া যায়নি । ওই চার চাকার গাড়ি থেকে উদ্ধার হয়েছে পিকনিকের সরঞ্জাম । গাড়িতে চালক ও সহ চালকের সিটে রক্তের চিন্হ পাওয়া যায় ।