#দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, আহত অ্যাম্বুলেন্স চালক সহ রোগীর আত্মীয়রা।।
ভয়ংকর দুর্ঘটনার সম্মুখীন অ্যাম্বুলেন্স। দাঁড়িয়ে থাকা মালবাহি গাড়ির পেছনে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। ঘটনায় গুরুতর আহত অ্যাম্বুলেন্স চালক সহ রোগীর আত্মীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তড়িঘড়ি সকলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তারা চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বিটি কলেজের সাহারা ব্রিজের কাছে।
জানা গেছে, সোমবার বিমানবন্দরের দিক থেকে মধ্যমগ্রাম যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। টায়ার ফেটে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মালবাহী গাড়ির পেছনে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। ঘটে ভয়ংকর দুর্ঘটনা। কেন রাস্তার মাঝে মালবাহি গাড়ি দাঁড়িয়েছিল তা তদন্ত করে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ। ঘটনায় মালবাহী গাড়ির চালককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।