#দিনহাটাতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ।।
শনিবার দুপুরে তৃণমূল-বিজেপির সংঘর্ষের পর রাত থেকেই দিনহাটা মহকুমার বিভিন্ন গ্রামগঞ্জে বিজেপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এই ঘটনায় গোটা দিনহাটা জুড়ে আতঙ্কের পরিবেশ রয়েছে। দিনহাটা শহর মণ্ডল সম্পাদক মুন্না সাও এর বাড়িতে ভাঙচুর করা হয়, তেমনই সাহেবগঞ্জের বিজেপির কার্যালয়ে ভাঙচুর করা হয় বলে জানা গেছে। বামনহাট-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কালমাটি গ্রামে বিজেপি নেতাদের বাড়িতেও হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানো হয় বলে অভিযোগ। বিজেপি নেতা কৃষ্ণকান্ত বর্মন জানান, বিজেপি করার কারণে হামলা চালানো হচ্ছে বিজেপির নেতাকর্মীদের ওপর।
শনিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। বাসন্তীতে কেন্দ্রীয় মন্ত্রীর নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। এমনকী গুলি চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। নিরাপত্তরক্ষীদের ঘেরাটোপে থাকার কারণে রক্ষা পান কেন্দ্রীয় মন্ত্রী। গোটা ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন তিনি।