#দার্জিলিং ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনায়, মৃত ২ পর্যটক ও জখম ৫।।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২ পর্যটক। নদীয়া থেকে দার্জিলিং যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পর্যটকের। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। জানা গিয়েছে একটি ছোট চার চাকার গাড়িতে করে নদীয়া থেকে ৭ জন পর্যটক এর দল দার্জিলিং বেড়াতে আসছিলেন। সেই সময় ঘন কুয়াশার কারণে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের সৈদাবাদ চা বাগানের কাছে একটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে সজরে ধাক্কা মারে পর্যটক বোঝাই গাড়িটি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পর্যটকের। দুর্ঘটনায় আরও পাঁচজন জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হল রানা চক্রবর্তী ও গণেশ সরকার তারা দুজনেই নদীয়া জেলার বাসিন্দা। দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ বলেন, ঘটনাটি ভোর পাঁচটা নাগাদ ঘটেছে। রাস্তার পাশে একটি ট্রাক খারাপ হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে ছিল এবং ট্রাকের ব্যাক লাইট জ্বলছিল।তবে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
খবর পেয়ে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ পৌঁছে জখমদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।