#দার্জিলিং ঘুরতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত মানিকচকের এক যুবক।
দার্জিলিং ঘুরতে গিয়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল মানিকচকের এক যুবকের। মৃত ব্যাক্তির নাম সৌরভ সাহা। মালদার মানিকচকের চৌকি মিরদাদপুর অঞ্চলের পঁচিসা এলাকার বাসিন্দা সৌরভ সাহা।
জানা গেছে, গত বুধবার দুটো বাইকে চার বন্ধু ত্রিবেনীর যাওয়ার উদ্দেশ্যে মালদার মানিকচকের ধরমপুর থেকে রওনা দেয়। সেখান থেকেই তাঁরা শুক্রবার দুপুর নাগাদ দার্জিলিং যায়। শনিবার বাড়ি ফেরার সময় তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বাঁকে বাইক পড়ে যায় বলে জানা গিয়েছে। বাইক পড়ে যাওয়ায় বাইকচালক ও আরোহী নীচে পড়ে যায়। বাইকচালক গাছে আটকে গেলেও আরোহী নীচের দিকে পড়ে যায়। ঘটনার খবর পাওয়া মাত্রই রংলী থানার পুলিশ তাঁদের উদ্ধার করে স্থানীয় তিস্তা প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাইক আরোহী সৌরভ সাহাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, বাইকচালক হুমায়ন সাগীর গুরুতর জখম হওয়ায় তাঁকে কালিম্পং হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
জানা গেছে, সৌরভ দ্বাদশ শ্রেণি পাশ করে ভিন রাজ্যে কাজ করতেন। কিছুদিন হল বাড়ি ফিরেছে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে সৌরভ। চার বন্ধু সৌরভ সাহা, আনসারুল হক, প্রভাকর রায় ও হুমায়ন সাগীর। এদের প্রত্যেকের বাড়ি পঁচিশা ও মীরাগ্রাম এলাকায়। প্রত্যেকেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন। এরপরই এই দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুরে সৌরভের বাড়ির লোকজন এই দুর্ঘটনার খবর জানতে পারেন।আজ সৌরভের মৃতদেহ বাড়িতে ফেরার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবার ও প্রতিবেশীরা।