#দশ বছরের মেয়ে দুদিন ধরে নিখোঁজ, অবশেষে মিলল মৃতদেহ।।
বুধবার থেকে নিখোঁজ মেয়ে। হন্যে হয়ে খুঁজে চলেছিল পরিবার। শেষ পর্যন্ত দশ বছরের নাবালিকা মেয়ের দেহ পাওয়া গেল প্রতিবেশীর পরিত্যক্ত ঘরে। এই ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা এলাকায় বলে জানা গেছে। নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, বুধবার থেকে নিখোঁজ ছিল তাঁদের ১০ বছরের মেয়ে। স্থানীয় স্কুলের ছাত্রী ছিল সে। দুদিন ধরে পরিবারের তরফ থেকে খোঁজাখুঁজি করার পর হদিস না পেয়ে থানায় ডায়েরি করা হয়। এরপর পুলিশ তদন্তে নেমে ওই নাবালিকের দেহ উদ্ধার করে প্রতিবেশীর ঘর থেকে।
মৃত নাবালিকার বাবা জানান, তাঁর মেয়ের হাঁটা চলায় অসুবিধা ছিল। বুধবার স্কুল থেকে বইপত্র আনার পর সে বন্ধুদের সঙ্গে রাস্তাতেই খেলছিল, তারপরেই সে উধাও হয়ে যায়। মৃত নাবালিকার মা অবশ্য অভিযোগ তুলেছেন, তাঁদেরই প্রতিবেশীর দিকে। তিনি দাবী করেন, প্রতিবেশী পরিবারের কেউ এই কাণ্ড ঘটিয়েছে। আপাতত পুলিশ তদন্তে নেমেছে। নাবালিকার মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। কার্যত ময়নাতদন্তের রিপোর্ট আসলে সত্য প্রকাশ্যে আসবে বলেই অনুমান করছে পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ।