#তিনধারিয়ায় টয় ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির।।
মর্মান্তিক দুর্ঘটনা, টয় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।
মৃত ব্যাক্তির নাম খাদকা বাহাদুর তামাং (৭০)। সোমবার তিনধারিয়ার কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এদিন দার্জিলিং থেকে একটি টয়ট্রেন এনজেপি স্টেশনের দিকে আসছিল। তিনধারিয়ার কাছে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, এদিন ঘটনার জেরে বেশ কিছুক্ষন টয়ট্রেনটি সেখানে আটকে থাকে। দুর্ঘটনার খবর পেয়ে তিনধারিয়া আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।