#তিনধারিয়ায় কুয়োর মধ্যে আটকে থাকা চিতাবাঘ উদ্ধার করা হল।।
শুকনো কুয়োর মধ্যে আটকে পড়ে চিতাবাঘ! জানা গেছে, আজ সকাল ৯টা নাগাদ তিনধারিয়া চা বাগানের ভেতরে শুকনো কুয়োর মধ্যে আটকে পড়ে ছিল একটি চিতাবাঘ। যা ২৫ ফুট গভীর বলে জানা গেছে। বনকর্মীদের চেষ্টায় চিতাবাঘটিকে উদ্ধার করে, পরে চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, সোমবার সকালে সুকনা স্কোয়াডের তিনধারিয়া চা বাগানের একটি কুয়োর মধ্যে চিতাবাঘ আটকে পড়ার খবর পেয়ে সুকনা স্কোয়াড রেঞ্জ-১ এর রেঞ্জার সঞ্জয় রসাইলির নেতৃত্বে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর ঘুম পাড়ানি গুলি করে চিতাবাঘটিকে অচৈতন্য করে দড়ি দিয়ে বেঁধে চিতাবাঘটিকে বের করে খাঁচায় বন্দী করা হয়। চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে মহানন্দা অভয়ারণ্যের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানান বনকর্মীরা।