#ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর।।
সোমবার ভোরে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো এক বাইক আরোহী। প্রতিদিনের মতো সোমবার সকালে মাথাভাঙা থেকে বাইকে করে শিলিগুড়িতে কাজে আসার সময় এই দুর্ঘটনা। এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। জানা গেছে, শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের বন্ধুনগর এলাকায় একটি ডাম্পার পিছন থেকে ঐ বাইক চালককে ধাক্কা মারলে রাস্তার উপরে ছিটকে পড়েন মোটরবাইক চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের।
মৃত যুবকের নাম প্রসেনজিৎ বর্মন। সে মাথাভাঙ্গার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার পর ওই ডাম্পারটিকে আটক করলেও ডাম্পারের চালক পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইকটি এবং ডাম্পারটিকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।