#ডাকাতির চেষ্টা, পুলিশের হাতে গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র সহ ১জন।।
ডাকাতির চেষ্টার অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। শুক্রবার ভোররাতে রায়গঞ্জ থানার বিন্দোল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বিশ্বজিৎ দাস (২০), বাড়ি রায়গঞ্জ থানার বিন্দোল গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯/৪০২ সহ অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ বলে জানা যায়। এদিন দুপুরে ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই আগ্নেয়াস্ত্র তার কাছে কি ভাবে এলো এবং আর কে কে জড়িত আছে তার সাথে, সে বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত যুবক সহ পাঁচজন রায়গঞ্জ থানার বিন্দোল এলাকায় ডাকাতির উদ্দেশ্যে এক জায়গায় জড়ো হয়েছিল। গোপণ সূত্রে খবর পেয়ে ভাটোল ফাঁড়ির পুলিশ ও রায়গঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে অস্ত্রসহ একজনকে ধরতে পারলেও বাকিরা পালিয়ে যেতে সমর্থ হয়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।।