#ট্রেলারের গোপন চেম্বার থেকে উদ্ধার প্রায় ২৩০ কেজি গাঁজা।।
সোমবার সন্ধ্যায় একটি ট্রেলার থেকে প্রায় ২৩০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। নাগাল্যান্ড নম্বরের একটি ট্রেলার থেকে ওই গাঁজা উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার গাড়ির চালক রঞ্জিত কুমার, তার বাড়ি বিহারে বলে জানা গেছে।
জানা গেছে, গজলডোবা-ফুলবাড়ি ক্যানাল রোড দিয়ে ডুয়ার্সগামী একটি পণ্যবাহী ট্রেলারে প্রচুর গাঁজা পাচার করা হচ্ছে বলে খবর পায় পুলিশ। খবর পেয়ে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ সাহুডাঙ্গির নাউয়াপাড়ার ক্যানাল রোডে ঘাঁটি গাড়ে। পুলিশ নির্দিষ্ট নম্বরের ট্রেলার দাঁড় করিয়ে গাড়িটিতে তলাশি শুরু করে। এরপর ওই গাড়িতে বিশেষভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে ১৪টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়। প্রতিটি প্যাকেটের ওজন প্রায় ১৬ কেজি। গাঁজার মোট ওজন প্রায় ২৩০ কেজি। পুলিশ জানায়, চালককে গ্রেপ্তারের পাশাপাশি গাড়িটিও আটক করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে।