#ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার পলাতক চালক ।।
গত শনিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগরের মাইকেল কলোনি এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়।
ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার পলাতক ঘাতক ট্রাক চালক। বুধবার রাতে এনজেপির রাজাহোলি থেকে ট্রাক চালক অশোক মাহাতোকে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত, গত শনিবার শিলিগুড়ির অম্বিকানগর বাজার সংলগ্ন মাইকেল মধুসূদন কলোনি এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহীর। ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা ট্রাকে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে এনজেপি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের উপর পালটা হামলা করে কয়েকজন।
পুলিশ কর্মীদের লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এক এসআইয়ের মাথা ফেটে যায় এই ঘটনায়। অন্যদিকে সুুুযোগ বুজে সেখান থেকে পালিয়ে যায় ঘাতক ট্রাক চালক অশোক মাহাতো। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এরপর বুধবার রাতে রাজাহোলি থেকে তাকে গ্রেফতার করে হয়। ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।