#জাবরাভিটা আন্ডারপাসে ট্রাকের ধাক্কায় আহত হলেন এক মহিলা।
কিছুদিন আগে জাবরাভিটা এলাকায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল ছাত্রের। তার রেশ না কাটতেই ফের জাবরাভিটা আন্ডারপাসে ট্রাকের ধাক্কায় আহত হলেন এক মহিলা।আহতের নাম আন্না দাস।ঠাকুরনগর সংলগ্ন কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বুধবার সকালে বাজার সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন আন্না দাস। জাবরাভিটা আন্ডারপাসে একটি ট্রাক ধাক্কা মারে তাকে। স্থানীয়রা তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান।
অন্যদিকে ঘাতক ট্রাকটিকে আটক করে চালককে মারধর করে উত্তেজিত জনতা।পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় এনজেপি থানার পুলিশ।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।