#জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় জখম ১ বাইক আরোহী ।।
দুটি গাড়ির সংঘর্ষে জখম এক বাইক আরোহী। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে, শিলিগুড়ি- জলপাইগুড়ি জাতীয় সড়কে জটিয়াকালী এলাকায়। আহত ব্যাক্তির নাম মহম্মদ আলম ( ৪০ )। বাড়ি রাজগঞ্জের গোলাবাড়ি এলাকায় বলে জানা গেছে। ঘটনায় যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় যানচলাচল। স্থানীয় সূত্রে জানা গেছে, শিলিগুড়ির দিকে আসা একটি ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় হঠাৎ ব্রেক কষে। সেসময় পেছনে থাকা একটি বেসরকারি বাস গতি সামলাতে না পেরে ওই ট্রাকের পেছনে ধাক্কা মারে। পেছনে থাকা একটি বাইকও একইভাবে বাসের পেছনে ধাক্কা মারে। এতে বাইক আরোহী গুরুতর জখম হয়।আহত ব্যক্তিকে উদ্ধার করে, তাঁকে চিকিৎসার জন্য ফুলবাড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাসের যাত্রীরা হতাহত হয়নি বলে জানা গেছে। দুর্ঘটনার পরেই চালক ট্রাক নিয়ে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি থানার পুলিশ এবং তদন্ত শুরু করে।