#জল ও শৌচাগারের বর্জ্যে থই থই আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বীর বীরসা মুন্ডা কেন্দ্রীয় বাস টার্মিনাস।।
শৌচাগারে জল ও বর্জ্য নিষ্কাশনের নালা নেই। জল ও শৌচাগারের বর্জ্যে থই থই আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বীর বীরসা মুন্ডা কেন্দ্রীয় বাস টার্মিনাস। দীর্ঘদিন ধরে জল জমে থাকায় বাস টার্মিনাস এখন মশার আঁতুড় ঘর। দুর্গন্ধ টার্মিনাসে।
২০১৬ সালে বীরপাড়ায় মজদুর ক্লাবের জমিতে টার্মিনাসটি উদ্বোধন করা হয়। টার্মিনাসে শৌচাগার থাকলেও জল ও বর্জ্য নিষ্কাশনের নালা না থাকায় সমস্যা বেড়েই চলেছে। শৌচাগার দেখভালের বরাতপ্রাপ্ত সাফাই কর্মীদের বক্তব্য, নিষ্কাশনের নালা না থাকায় শৌচাগারের সামনে জমছে জল। দুর্গন্ধ ছড়াচ্ছে। জমা জলে মশাও জন্মাচ্ছে। টার্মিনাসটি ঢেলে না সাজানো পর্যন্ত সমস্যা মিটবে না।
জানা গেছে, ওই টার্মিনাস হয়ে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জয়গাঁ, কালচিনি, মালবাজার, কোচবিহারের বাস এবং ফালাকাটা, মাদারিহাট খগেনহাট রুটের ছোটো গাড়িগুলি চলাচল করে। শৌচাগারের জমা জলের সমস্যায় বিরক্ত পরিবহন কর্মীরা। অসুবিধা হচ্ছে বাসযাত্রীদেরও। পরিবহন কর্মীদের অভিযোগ, টার্মিনাসের চারিদিকে দূষিত পরিবেশ। অথচ কেউ নজর দিচ্ছে না। মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রশিদুল আলম বলেন, ‘টার্মিনাসের পরিকাঠামো সাজাতে পরিবহন দপ্তরে দেড় কোটি টাকার ডিপিআর পাঠানো হয়েছে। প্রকল্প মঞ্জুর হলে শৌচাগার সহ অন্যান্য পরিকাঠামো ঢেলে সাজানো হবে। শৌচাগারের জল নিষ্কাশনের নালা না থাকায় সমস্যা হচ্ছে একথা অস্বীকার করার উপায় নেই।’