#জলপাইগুড়িতে সদ্যোজাতর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।।
সদ্যোজাতর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পূর্ব অরবিন্দনগর এলাকায়। এদিন স্থানীয় বাসিন্দা তাপসী সাহার বাড়ির কুয়ো থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগটি খুলতেই সদ্যোজাতর দেহ বেরিয়ে আসে।
জানা গিয়েছে, এদিন তাপসী সাহার পরিবারের এক সদস্য কুয়োয় জল তুলতে গেলে ব্যাগটি দেখতে পান। ব্যাগ থেকে রক্ত বের হতে দেখে সন্দেহ হয় তাঁর। খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলার ও কোতোয়ালি থানার পুলিশকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তাপসীদেবীর জানান যে দেহটি বেশ কয়েকদিন আগের হতে পারে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ বলে জানা গেছে।