#জলপাইগুড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা।।
রাতের অন্ধকারে রাষ্ট্রায়ত্ত ব্যংকের এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা করল একদল দুষ্কৃতী। জলপাইগুড়ি সদর ব্লকের মালকানিতে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের মালকানি বাজারে অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে লুঠের চেষ্টার ঘটনা সামনে আসে।
এরপর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় অ্যাডিশনাল এসপি সন্দীপ সেন, কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার, মানিকগঞ্জ আউট পোস্টের ওসি ধনঞ্জয় মজুমদার। তবে টাকা খোওয়া যায়নি বলেই ব্যাংকের কর্মীরা এটিএমটি পরীক্ষা করে নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটিএম ভাঙার জন্য দুষ্কৃতীদের আনা গ্যাস সিলিন্ডার সহ গ্যাস কাটার আটক করা হয়েছে। তবে পুলিশ আসার আগেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, বহিরাগত দুষ্কৃতীরাই ওই হামলা চালিয়েছে এবং এটিএম ভাঙার কোনও পূর্ব অভিজ্ঞতা না থাকায় টাকা হাতাতে মেশিনের যে জায়গায় ভাঙা প্রয়োজন তাতে হাত দেয়নি তারা। পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।