#জয়পুরহাটে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
গতকাল জয়পুরহাটবাসীর কাছে বিশেষ দিন হওয়ায় বর্ডার সিকিউরিটি ফোর্স ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। বাংলাদেশের জেলা স্টেডিয়ামে ম্যাচটির আয়োজন করা হয়। ১৯৭১ সালের যুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় ও বাংলাদেশিদের সম্মানে এই ম্যাচের আয়োজন করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নভরোজ ইশান, বিএসপি, পিএসসি, আঞ্চলিক কমান্ডার উত্তর পশ্চিম অঞ্চল রংপুর, বাংলাদেশ সহ অন্যান্য বী জী বী অফিসার এবং ইন্সপেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স উত্তর বেঙ্গল ফ্রন্টিয়ার শ্রী অজয় সিং সহ অন্যান্য বিএসএফ অফিসাররা এই ফুটবল ম্যাচটি প্রত্যক্ষ করেন।
বাংলাদেশের স্থানীয় প্রশাসনের আধিকারিকদের অনেক উল্লেখযোগ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিপুল জনতার উপস্থিতিতে ম্যাচটি খেলা হয়। গতানুগতিক পদ্ধতিতে ম্যাচটি আয়োজন করা হয়। দুই দলের খেলোয়াড়রা অনেক চেষ্টা করলেও কোনো দলই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র ঘোষণা করা হয়। ম্যাচটি দেখতে শত শত গ্রামবাসী ও নাগরিকরাও উপস্থিত ছিলেন।
দর্শকদের বিপুল উৎসাহ উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উচ্চ শক্তির সঞ্চার করে। শেষে শুভেচ্ছা বার্তা ও ট্রফি বিনিময় করা হয়। এছাড়াও শুভ অনুষ্ঠানে উপস্থিত বিএসএফ অফিসারদের বর্ডার গার্ড বাংলাদেশের অফিসাররা সংবর্ধনা দেন।