#জম্মু ও কাশ্মীর নিয়ন্ত্রণরেখা এলাকা থেকে উদ্ধার প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র ও মাদকদ্রব্য।
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা থেকে উদ্ধার হল ব্যাপক পরিমাণ অস্ত্রশস্ত্র ও মাদকদ্রব্য। জানা গিয়েছে, উরি সেক্টরের একাধিক গোয়েন্দা সংস্থা এবং পুলিশের কাছে অনুপ্রবেশের সুনির্দিষ্ট তথ্য ছিল। সেই অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত নিয়ন্ত্রণ রেখার উপর দিয়ে সাধারণ এলাকায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযান শুরু হয়। আর সেই অভিযানেই নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩০০ মিটার দূরে পাকিস্তানি চিহ্নসহ এই অভিযান চালিয়ে দুটি একে ৭৪ রাইফেল, দুটি চাইনিজ পিস্তল সহ একে ৭৪ অ্যাসল্ট রাইফেলের ম্যাগাজিন এবং দুটি পিস্তল ম্যাগাজিন ও ১১৭ রাউন্ড একে ৭৪ অ্যাসল্ট রাইফেলের গোলাবারুদ এবং ১০ টি সাদা প্যাকেটে সিল করা মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অস্ত্রশস্ত্র উদ্ধার হলেও কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অনুমান করা হচ্ছে, কোন বড় নাশকতার ছক কষা হচ্ছিল ।