#ছোট গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর জখম দুই ব্যক্তি।।
ছোট গাড়ি ও বাইকের সংঘর্ষে গুরুতর জখম হলেন দুই ব্যক্তি। বুধবার বিকেলে কিশনগঞ্জের কোচাধামন এলাকার শীতলনগর ঝিলের কাছের ঘটনাটি ঘটে। ঘটনায় জখম হয়েছে শিক্ষক মহম্মদ মুজাহির আলম ও পঞ্চায়েত কর্মী নরেশ কুমার। জানা গিয়েছে, এদিন দু’জনে বাইকে করে বলিয়া গ্রামের থেকে জনগণনা শেষে বহিকোল স্কুলে ফিরছিলেন। সেইসময় ২৭ নম্বর জাতীয় সড়কে শীতলনগর ঝিলের কাছে বাহাদুরগঞ্জের দিক থেকে আসা একটি চারচাকার গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। আহতদের প্রথমে কোচাধামন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আহত শিক্ষকের শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে পূর্ণিয়া মেডিকেল কলেজে রেফার করা হয়। কোচাধামন থানার ওসি আরিজ এহকাম জানান, ঘটনার তদন্তের পাশাপাশি গাড়িটির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।