#ছোটবোনের সাথে প্রবল ঝামেলা হওয়ায় বিষ খেয়ে আত্মঘাতী বড় বোন।।
বিষ খেয়ে মৃত্যু ছাত্রীর। এই মৃত্যুকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, জীবনতলা থানার অন্তর্গত ঈশ্বরীপুরে সিংহেশ্বর গ্রামের বাসিন্দা ফিরুজা খাতুন। ফিরুজা বেহুলাবাড়ি মর্জিনা হাইস্কুলের ছাত্রী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ফিরুজার সঙ্গে তাঁর তাঁর ছোটবোনের প্রবল ঝামেলা হয়েছিল এরপরেই ফিরুজা বিষ খায়। অচৈতন্য অবস্থায় ফিরুজাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ফিরুজাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। শেষ পর্যন্ত সেখানেই মৃত্যু হয় ফিরুজার। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ফিরুজার এই মৃত্যুর পেছনের আসল কারণ কি তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃত্যুর আসল কারণ জানার জন্য ফিরুজার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।