#ছেলের জন্য মিষ্টি কিনতে গিয়ে, রাস্তায় অটোর ধাক্কায় মৃত্যু বাবার।।
ছেলের জন্য মিষ্টি কিনতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাবার সাথে। জানা গিয়েছে, বাগনান থানার হিজলক মধ্যপাড়ার বাসিন্দা সন্দীপ বাগের ছেলে এবার সিবিএসসি বোর্ডের পরীক্ষা দিচ্ছে। বাগনান মানকুর রোডের পাশে একটি বেসরকারি স্কুলে তাঁর সিট পড়েছিল। ছেলেকে স্কুলের সামনে দাঁড় করিয়ে বাবা সন্দীপ বাগ সাইকেলে করে মিষ্টি আনতে গিয়েছিলেন। কিন্তু মিষ্টি নিয়ে আসার সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
জানা গেছে, স্কুলে ফেরার সময় দ্রুত গতিতে একটি বেপরোয়া অটো তাঁর সাইকেলে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই তিনি মারা যান। খুব স্বাভাবিকভাবেই বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছে মাধ্যমিক বোর্ড পরীক্ষার্থী ছেলে। এই ঘটনার জেরে সন্দীপ বাগের পরিবারে এবং এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। অন্য দিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অটো চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।