#চুলের অদ্ভুত কাটিং-এর জন্য বাবার বকুনির জেরে, আত্মঘাতী ছেলে।।
চুলের অদ্ভুত কাটিং-এর জন্য বাবার বকুনির জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছাত্র। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সালামপুরে। মৃত কিশোরের নাম শুভজিৎ পোড়া (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাকিদের দেখে অন্যরকম চুল কেটে বাড়িতে এসেছিল শুভজিৎ। ছেলের ওই চুলে দেখে রেগে গিয়ে ছেলেকে বকাবকি করেন শুভজিতের বাবা শ্যামপদ পোড়া। তারপর রাতে একসঙ্গে খাওয়াদাওয়া করে শুতে চলে যান। শনিবার দুপুর পর্যন্ত পরিবারের সদস্যরা কিছু আঁচ করতে পারেননি। ছেলে একটু চুপচাপ ছিল। কিন্তু বাকিরা ভেবেছিলেন বাবার কাছে বকা খেয়ে ভয়ে চুপ রয়েছে। দুপুরে ঘরে একা ছিল শুভজিৎ। তাকে ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা দেখে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে শুভজিৎ।
পরিবারের এক সদস্য জানান শুভজিৎ দাসপুর-১ ব্লকের ব্রাহ্মণবসান হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। এলাকার কিছু দাদাদের অনুকরণ করে বিশেষ স্টাইলে চুল কাটার শখ হয় তার । বাড়িতে না জানিয়েই এলাকার একটি সেলুন থেকে চুলও কেটে আসে সে। তারপরই এই ঘটনা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।