#চুরি যাওয়া গাড়ি এবং প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার
করল প্রধাননগর থানা পুলিশ।।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিস শুক্রবার দার্জিলিং মোড় এলাকা থেকে মোহন চৌধুরী নামে এক ব্যক্তিকে ২৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি একটি ট্রলি ব্যাগে গাঁজা নিয়ে তা শিলিগুড়ি শহর বা আশেপাশের এলাকায় পাচারের পরিকল্পনা করছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গাঁজা পাচারের আগেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে প্রধান নগর থানার পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য ১০ লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে।এনডিপিএস আইনে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয় ।
অপর দিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা এলাকা থেকে একটি গাড়ি চুরির ঘটনার তদন্তে নেমে সাফল্য পেল প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। জানা গিয়েছে সমর নগর এলাকা থেকে একটি বোলেরো গাড়ি চুরির অভিযোগ দায়ের করা হয়েছিল প্রধান নগর থানায়। অভিযোগ দায়েরের করার কয়েক ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া গাড়িটির সন্ধান পায় পুলিশ। প্রধান নগর থানা পুলিশ, খড়িবাড়ী থানার পুলিশের সহায়তায় সমর নগর এলাকা থেকে চুরি যাওয়া যাত্রীবাহী বোলেরো গাড়িটি উদ্ধার করতে সফল হয়েছে।
গতকাল রাতে সাংবাদিক বৈঠক করে এই কথা জানান যে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে গাড়িটি চুরি করে খড়িবাড়ি থেকে নেপাল হয়ে বিহারে পাঠানোর পরিকল্পনা ছিল। এরপর প্রধান নগর থানার পুলিশ খড়িবাড়ি থানায় যোগাযোগ করে যৌথ অভিযান চালিয়ে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করে। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে বেশ কিছু তথ্যের ভিত্তিতে গাড়ি চোরের খোঁজে,চলছে তল্লাশি। তিনি আরো বলেন যে প্রধান নগর থানার অপরাধ দমন শাখার পুলিশ অফিসার তরুণ কান্তি ঘোষ এবং অসিত সিংয়ের তৎপরতা এবং কঠোর পরিশ্রমের কারণেই চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে সাফল্য পেয়েছে।