#চুরির অভিযোগে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হল যাত্রীকে।।
মোবাইল ফোন চুরির অভিযোগে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হল এক যাত্রীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে তিলহার স্টেশনের কাছে ওই যাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এমনই অভিযোগ উঠেছে দিল্লিগামী ১৪২০৫ অযোধ্যা ক্যান্টনমেন্ট-ওল্ড দিল্লি এক্সপ্রেসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে ট্রেন থেকে ওই যাত্রীকে ছুড়ে ফেলা হয়। ট্রেনের এক মহিলা যাত্রী অভিযোগ করেন যে, শাহজাহানপুর স্টেশনের কাছে তাঁর মোবাইল ফোন হারিয়ে যায়। পরে এক যাত্রীর কাছে সেই ফোন উদ্ধার হয় বলে দাবি করা হয়। ওই যাত্রী লখনউ থেকে ট্রেনে ওঠেন। এরপরই ওই যাত্রীকে প্রায় আধ ঘণ্টা ধরে করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নরেন্দ্র দুবে নামে এক যাত্রীকে বরেলি স্টেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আরও কয়েকজন জড়িত। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।