#চুঁচুড়ায় এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার।।
এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হল চুঁচুড়ায়। মৃতের নাম রবি পাত্র(৫৮)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ ব্যারাকে। জানা গিয়েছে, তিনি চন্দননগর পুলিশ কমিশনারেটের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারে। হুগলি জেলা আদালতে দীর্ঘদিন ধরে পোস্টিং ছিল তাঁর। চন্দননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে জানা গিয়েছে, তিনি চুঁচুড়ায় একটি পুলিশ ব্যারাকে দীর্ঘদিন ধরে থাকতেন। ব্যারাকের পাশেই একটি দোকান থেকে রবিবার সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ। চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান মৃত ওই পুলিশকর্মী মানসিক অবসাদে ভুগছিলেন, তার জেরেই হয়তো এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।