#চাল কেটে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য।।
চাল কেটে সোনার দোকানে চুরি। ঘটনায় চাঞ্চল্য ছড়াল খড়িবাড়ির কদমতলা মোড়ে। খড়িবাড়ি থানার থেকে ঢিল ছোড়া দূরত্বে এই চুরির ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে ব্যবসায়ী থেকে সাধারণ মানুষের মধ্যে। দোকান মালিকের অভিযোগ, অ্যাসবেস্টাসের চাল কেটে দোকানের ভেতরে ঢুকে সমস্ত রুপার গয়না নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। শুক্রবার সকালে দোকান খুলতে এসে চুরির ঘটনা নজরে আসে দোকান মালিকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় খড়িবাড়ি থানার পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় এখনও কাওকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
দোকানমালিক অবিরাম মণ্ডল জানান, সকালে দোকান খুলতে এসে চুরির ঘটনাটি তাঁর নজরে আসে। কয়েক কেজি রুপার গয়না চুরি হয়েছে। জানা গেছে, এর আগেও খড়িবাড়ি বাজারে একাধিকবার সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছেন ব্যবসায়ীরা। কল্যাণ প্রাসাদ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর অভিযোগ, থানার পাশে বারবার চুরির ঘটনা ঘটছে। অথচ পুলিশ কিছু করতে পারছে না। বাজারে নিরাপত্তারক্ষী দেওয়ার দাবি তোলেন স্বর্ণ ব্যবসায়ীরা ও স্থানীয়রা।