#চালসা চা বাগানে তিনটি চিতাবাঘের শাবকের দেখা মিলল।।
বুধবার সকালে মেটেলী ব্লকের আইভিল চা বাগানের নয়াকামান ডিভিশনের ১১এ সেকশনে নালায় ৩ টি চিতাবাঘের শাবক দেখা যায়। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। চিতাবাঘের শাবক দেখতে পেয়ে শ্রমিকরা খবর দেয় আইভিল চা বাগানের ওয়েলফেয়ার অফিসার রাজেন বাড়াইককে। তিনি ওই এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের।
খবর পেয়ে খুনিয়া স্কোয়াড থেকে বনকর্মীরা এসে শাবকগুলোকে বাগানেই রেখে দেন। সেইসঙ্গে সাধারণ মানুষ যাতে সেই শাবকের সামনে আসতে না পারে সেদিকেও নজর রাখেন তাঁরা। মনে করা হচ্ছে, মা চিতাবাঘ খাবারের সন্ধানে আশেপাশেই রয়েছে। সন্ধ্যার পর তাদের মা শাবকদের সেখান থেকে নিয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে শাবকগুলোকে সেখান থেকে সরালে পরিস্থিতি বেগতিক হতে পারে।