#চার বছর ধরে ফোর লেনের কাজ বন্ধ, প্রতিবাদ তৃণমূলের!
প্রায় তিন কিলোমিটার রাস্তা চার লেনের কাজ চার বছর ধরে বন্ধ। অবিলম্বে কাজ শুরু করার আর এই দাবিতে বিক্ষোভ শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার তৃণমূল কংগ্রেস নেতারা ফুলবাড়ী বাজার এলাকায় বিক্ষোভ করে বলেন, রাস্তার কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষ অনেক সমস্যায় পড়ছেন, প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে, অবিলম্বে রাস্তার কাজ শুরু না হলে আন্দোলন করা হবে। এই কর্মসূচিতে এদিন উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি সুধা সিং চ্যাটার্জি, জলপাইগুড়ি জেলা পরিষদের আধিকারিক দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ি নম্বর 2 গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় প্রমুখ।