Khabar Aajkal Siliguri

চাকুলিয়ায় ট্রাক্টর ও মোটর বাইকের সংঘর্ষে মৃত ২।।

চাকুলিয়ায় ট্রাক্টর ও মোটর বাইকের সংঘর্ষে মৃত ২।।

রায়গঞ্জঃ চাকুলিয়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। যর জেরে মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর ৷

উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সাহাসপুর এলাকার 31 নম্বর জাতীয় সড়কে গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সুত্রের খবর একটি ট্রাক্টর ও একটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।।

দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ ছিল৷ চাকুলিয়া থানার পুলিশ বাইক ও ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে৷।

পুলিশ সুত্রে জানা যায়, মৃতদের নাম কৌসর আলম ও খালেক আলম।।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ডালখোলায় কাজ সেরে কৌসর ও খালেক 31 নম্বর জাতীয় সড়ক ধরে মোটরবাইকে চেপে কানকিতে ফিরছিলেন৷ সেইসময় সাহাসপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় কৌসরের বাইকটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক ও আরোহীর ৷।

ঘটনায় বেশ কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে ছিল এলাকাজুরে।।

News Co-Ordinator and Advisor, Khabar Aajkal Siliguri

Related Articles