#চলন্ত বাসেই হার্ট অ্যাটাকে মৃত্যু চালকের।।
চলন্ত বাসেই হার্ট অ্যাটাকে মৃত্যু চালকের। নিয়ন্ত্রণহীন বাস ধাক্কা মারল সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে। দুর্ঘটনায় মৃত্যু হয় এক পথচারীরও। আহত হন বেশ কয়েকজন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের জবলপুরে। মৃত চালকের নাম হরদেব পাল (৬০)।
জবলপুরের একটি ট্রাফিক সিগন্যালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক বাইক এবং রিকশা। আচমকা পিছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেগুলিকে ধাক্কা মারে। বাসটিও পড়ে উলটে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি চালাচ্ছিলেন হরদেব পাল নামে এক ব্যক্তি। আচমকাই বাস চালাতে চালাতে তাঁর হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তিনি ঢলে পড়েন স্টিয়ারিঙের ওপর লুটিয়ে পড়েন।
জানা গেছে, দুর্ঘটনাটি আরও ভয়ঙ্কর হতে পারত। বাসের গতিবেগ কম থাকায় এবং বাসের কাঠামোও বেশ অনেকটাই নীচু হওয়ায় কোনও গাড়ি-বাইক বাসের নীচে ঢুকে যায়নি। দুর্ঘটনায় বাসের যাত্রী ও ই-রিক্সায় থাকা দুই শিশু সহ মোট ছয়জন গুরুতর আহত হন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই চিকিৎসা চলাকালীন এক বৃদ্ধের মৃত্যু হয়। অন্যদিকে, হৃদরোগে আক্রান্ত ওই বাস চালকেরও মৃত্যু হয়েছে। গোটা দুর্ঘটনাটিই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।