#ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে পণ্যবাহী ট্রাক, জখম ২ জন।।
কুয়াশার কারণে ভয়াবহ পথ দুর্ঘটনা কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়কের সাতমাইল বাজারে। জানা গেছে, শুক্রবার রাতে সাতমাইল বাজারে বাঁকের মুখে একটি পন্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের ট্রান্সফর্মার ধাক্কা মারে, তাতে ট্রান্সফর্মারটি ভেঙে উলটে যায় তৃণমূল পার্টি অফিসে। গাড়ির চালক ও খালাসি গাড়ির ভিতরেই গুরুতর জখম অবস্থায় আটকে পড়ে। এরপর তাদের আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। গ্যাস কাটার এনেও প্রথমে পুলিশ ও স্থানীয়রা চালককে উদ্ধার করতে ব্যর্থ হয়।
খবর পেয়ে নিশিগঞ্জ ও কোচবিহার থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। এছাড়াও চিলকিরহাট, টাপুরহাট ফাঁড়ি ও কোতোয়ালি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছোয়। প্রায় পাঁচঘণ্টার চেষ্টায় অবশেষে শনিবার সকালে গুরুতর জখম অবস্থায় চালককে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রাতে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার জন্যই এই দুর্ঘটনা বলে স্থানীয়রা মনে করছেন। দুর্ঘটনার পর বেশ কিছু সময় রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।