#গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি।।
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃতদের নাম প্রণব কুমার মধূ, সারথী বিশ্বাস মধূ। তাদের বাড়ি হেমতাবাদ থানার শালবাগান সংলগ্ন বারইবাড়ি গ্রামে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্ত শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, এদিন স্বামী স্ত্রীর গন্ডগোলের জেরে জমিতে দেওয়া কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই নাবালিকা। আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসা চলা কালীন তার মৃত্যু হয়। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করার পাশাপাশি হেমতাবাদ থানায় খুনের মামলার রুজু করা হয় পরিবারের তরফে। গোটা ঘটনার তদন্ত শুরু করছে হেমতাবাদ থানার পুলিশ।