#গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক বাইক আরোহীর।
গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। জখম হয়েছেন আরও একজন। বারুইপুরের যোগী বটতলা এলাকার ঘটনা। মৃতের নাম পাপাই শেখ এবং জখম যুবকের নাম বুবাই দাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিরার রাতে বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে যোগীবটতলার দিক থেকে সোনারপুরের দিকে যাচ্ছিল। সেই সময় সোনারপুরের দিক থেকে বারুইপুরের দিকে আসা একটি মুরগিবোঝাই গাড়ির সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হন দুই যুবক। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পাপাই শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতেই সেখানে তার মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুবাই। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি সেখান থেকে পালিয়ে যায়। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।