#গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গাড়ির চালক সহ আহত হয়েছে ৭ জন।।
সাতসকালে কলকাতায় দুর্ঘটনা। একটি গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পথচারী ও দুটি গাড়ির চালক সহ আহত হয়েছে ৭ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিন ভোরে প্রগতি ময়দান থানা এলাকার পাগলাডাঙার ক্যানাল সাউথ রোডে ইএম বাইপাসগামী একটি গাড়ির সঙ্গে বেলেঘাটার দিকে যাওয়া পণ্যবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রগতি ময়দান থানার পুলিশ। দুর্ঘটনায় আহতদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ গাড়ি দুটিকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে।