#গাজিয়াবাদে নাবালিকাকে ধর্ষনের অভিযোগে, দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড।
১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবক নাবালিকার প্রতিবেশী। তাদের নাবালিকার বাড়িতে প্রায়ই যাতায়াত ছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই দুই যুবক লাগাতার মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।
গত বছরের সেপ্টেম্বরে নাবালিকার মা মেয়ের শরীরে পরিবর্তন লক্ষ্য করেন এবং তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যান। পরীক্ষার পর ডাক্তার জানান, নাবালিকা গর্ভবতী। এরপর নির্যাতিতা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। জানা গেছে পকসো আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়। সোমবার বিশেষ আদালতের বিচারক হর্ষ বর্ধন দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজার পাশাপাশি প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানাও করেন। সম্প্রতি ইউপির মিরাটে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছে ওই নাবালিকা বলে জানা গেছে।