#খোরপোশ দাবি করায়, আদালতেই স্ত্রীর মাথা ফাটালেন স্বামী ।।
বিবাহবিচ্ছেদ মামলার শুনানি চলাকালীন স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। অভিযোগ, খোরপোশের দাবি করায় আদালত কক্ষেই হেলমেট দিয়ে স্ত্রীর মাথা ফাটালেন স্বামী। ঘটনায় হতবাক হয়ে পড়েন আদালতে উপস্থিত সকলে। আদালত কক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। ওড়িশা বালাসোরের একটি পরিবারিক আদালত চত্বরে ঘটনাটি ঘটে।
জানা গেছে, মঙ্গলবার রতিকান্ত পানিগ্রাহী এবং তাঁর স্ত্রী রশ্মিপ্রভা পানিগ্রাহীর বিবাহবিচ্ছেদের মামলা শুনানি ছিল। শুনানিতে খোরপোষ সংক্রান্ত দাবি তোলেন রশ্মিপ্রভা। খোরপোশের কথা শুনেই মেজাজ হারান রতিকান্ত। সে সময় হেলমেট নিয়ে আদালত কক্ষে স্ত্রীর মাথায় বাড়ি মারেন বলে অভিযোগ। ওই মহিলা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।তৎক্ষণাৎ পুলিশকর্মী এবং নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।