খড়িবাড়িতে শুরু হল দুয়ারে ডাক্তার পরিষেবা।।
জেলার প্রান্তিক মানুষদের চিকিৎসা সেবা প্রদান করতে খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের রাঙ্গালীতে শুরু হল দুয়ারে ডাক্তার পরিষেবা।
বুধবার দুয়ারে ডাক্তার পরিষেবা শিবিরের অনুষ্ঠানে এক মহিলা রোগী ফিতে কেটে উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত, ডিস্ট্রিক্ট টিউবারকুলেসিস অফিসার ডঃ দেবরাজ সরকার, খড়িবাড়ির বিএমওএইচ সফিউল আলম মল্লিক সহ অন্যান্যরা। এদিনের শিবিরে এলাকার সাধারণ মানুষরা চিকিৎসা পরিষেবা গ্রহন করেন। ইসিজি থেকে সুগার, প্রেসার ও অন্যান্য রোগের চিকিৎসা সেবা দেওয়া হয় এই শিবিরে। দ্রুত অনেক রোগের সমাধান পাবেন মানুষরা এমনটাই জানান উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত।