#কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন।।
প্রত্যাশামতো মঙ্গলবার বিমান নামল কোচবিহার বিমানবন্দরে। এদিন দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে ৯ আসনের ছোট বিমান এসে পৌঁছায় কোচবিহারে। বিমানে বিজেপির পাঁচ বিধায়ক সুকুমার রায়, মালতি রাভা, মিহির গোস্বামী, সুশীল বর্মন ও নিখিল রঞ্জন দে কোচবিহারে এসে পৌঁছান। এই বিমানেই আসার কথা ছিল কোচবিহার পুরসভার তৃণমূল চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ তৃণমূলের চার জনের। কিন্তু শেষ মুহুর্তে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়ে দেন তারা আসবে না। ফলে বিমানের চারটি আসন ফাঁকাই ছিল। কোচবিহারে এসে পৌঁছোনোর পর সেই বিমানে করেই পাঁচজন সাধারণ যাত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। জানা গিয়েছে, আগামীকাল বিমান পরিষেবা বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারি থেকে সাধারণ যাত্রীদের নিয়ে নিয়মিত এই পরিষেবা চালু হবে। বিমান পরিষেবার উদ্বোধনকে ঘিরে এদিন কোচবিহার বিমানবন্দরে ছিল খুশির রব। বিমান নামার কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিমানবন্দরে আসেন। তাঁকে স্বাগত জানানো হয়। বিমানবন্দরকে সচল রাখতে ও পরিষেবাকে সুষ্ঠুভাবে চালাতে সকলের সহযোগিতা চান বলে জানান মন্ত্রী।