#কোচবিহারের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির।
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে কোচবিহারের নিউ গোসাইরহাট রেলস্টেশন সংলগ্ন এলাকায়।মৃত ব্যাক্তির নাম মনেশ্বর বর্মন। পেশায় মুরগি বিক্রেতা ছিলেন ওই ব্যক্তি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জানা গিয়েছে, এদিন সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় মনেশ্বর বর্মনের। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ। এরপর ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।