#কোচবিহারের এমজেএন মেডিকেলে ট্রমা কেয়ার ইউনিটের শিলান্যাস করা হলো।।
এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের শিলান্যাস করা হয় আজ। শুক্রবার শিলান্যাস করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন এই অনুষ্ঠানে ফিতে কেটে শিলান্যাস করেন তিনি। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেলের অধ্যক্ষ ডাঃ নির্মলকুমার মণ্ডল, এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ সহ জেলাপ্রশাসনের আধিকারিকরা। জানা গিয়েছে, প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ২০ বেডের ট্রমা কেয়ার ইউনিটটি তৈরি করা হচ্ছে। চলতি বছরের মধ্যেই কাজ সম্পন্ন করে পরিষেবা শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ।