#কুচলিবাড়ি সীমান্তে উদ্ধার বিদেশি ২ তোতা ও ১০টি পায়রা।।
মেখলিগঞ্জ: সীমান্ত থেকে উদ্ধার দক্ষিণ-পূর্ব আমেরিকার দুটি তোতাপাখি এবং ১০টি গোল্ডেন পায়রা। মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্ত থেকে পাখিগুলো উদ্ধার করেছে বিএসএফ।
শনিবার বিএসএফের উত্তরবঙ্গের আইজি অজয় সিং জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কুচলিবাড়ির বাজেজামা বিওপির জওয়ানরা অভিযানে নামে পাখিগুলোকে সেখানে থেকে উদ্ধার করে। পাখিগুলোকে উদ্ধার করা গেলেও সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় পাচারকারীরা। দক্ষিণ-পূর্ব আমেরিকার সান কনুর প্রজাতির তোতাপাখি কীভাবে এল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিএসএফ। পাখিগুলোকে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।