#কিশোরীর মুখে অ্যাসিড ছুড়ে, পালাল দুই যুবক।।
দিবালোকে এক কিশোরীর মুখে অ্যাসিড ছুড়ে পালাল দুই যুবক। দিনেদুপুরে রাজধানীর রাস্তায় এই ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ইতিমধ্যেই অ্যাসিড ছোড়ার সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিহরিত নেটদুনিয়া। স্থানীয়রা ওই কিশোরীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।
সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে, দুই কিশোরী স্কুলের পোশাকে হেঁটে যাচ্ছিল। সেইসময় বাইকে করে দুই যুবক এসে একজনকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। তারপর সঙ্গে সঙ্গেই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আর কিশোরী যন্ত্রণায় কাতরাতে থাকে। সেইসময় স্থানীয় লোকজন তার মুখ জল দিয়ে ধুয়ে দেয়। এরপর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অ্যাসিডে কিশোরীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, কিশোরীরা দুই বোন। একজনের বয়স ১৭ বছর, অন্যজনের ১৩ বছর। দুজনেই স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিল। হঠাৎই বড় মেয়েকে লক্ষ করে অ্যাসিড ছোড়ে ওই দুই যুবক। বাড়িতে সেই খবর জানায় তার বোন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। তিনি সেই ভয়ানক ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করেন।