#কিশোরীকে হোটেলে মাদক খাইয়ে ধর্ষনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
১৬ বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করল প্রতিবেশী যুবক। ঘটনাটি ঘটেছে ভুপালে। প্রায় মাস চারেক আগে ঘটনাটি ঘটলেও ওই যুবকের ভয়ে এতদিন নিজের মধ্যেই বিষয়টি চেপে রেখেছিল কিশোরী। শেষমেশ ওই যুবকের নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। এরপর তদন্তে নামে পুলিশ। তবে ওই যুবক বর্তমানে পলাতক বলে জানা গেছে। তার বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী। টিউশন থেকে ফেরার পথে ওই যুবক অটোতে করে তাকে আনন্দনগর এলাকার একটি হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করে। এমনকি, সেই ভিডিও মোবাইলে তুলে রাখে অভিযুক্ত। সেই ফুটেজ ফাঁস করে দেওয়ারও ভয় দেখায় অভিযুক্ত। নিজের সম্মানের কথা ভেবে বিষয়টি নিজের মধ্যেই চেপে রাখে কিশোরী। পরে মেয়েটি তার মাকে গোটা বিষয়টি জানিয়ে দেয়। এরপরই তড়িঘড়ি মেয়েকে নিয়ে পুলিশের দ্বারস্থ হন মহিলা। এরপর পুলিশ তদন্ত শুরু করে।