#কালচিনি বিডিও অফিস এলাকায় পথ দুর্ঘটনায় জখম ৩।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বজায় টোটো। জখম হয়েছে ৩ জন। জানা গিয়েছে, শুক্রবার সকালে একটি টোটো দুজন যাত্রী নিয়ে হ্যামিল্টণগঞ্জ থেকে কালচিনির দিকে যাচ্ছিল। সেইসময় কালচিনি বিডিও অফিস সংলগ্ন এলাকায় টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় টোটো চালক এবং দুজন যাত্রী জখম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে সাহিল লোহারা নামে এক নবম শ্রেনীর ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে নবম শ্রেণীর ছাত্রকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।