কালচিনিতে চা বাগান থেকে উদ্ধার লক্ষাধিক টাকার অবৈধ কাঠ।
কালচিনি ব্লকের চিনচুলা চা বাগান থেকে উদ্ধার লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ কাঠ। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে চিনচুলা চা বাগান সংলগ্ন এলাকায় অভিযান চালায় ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা। সেখান থেকে ৫টি শাল ও ৮টি টিক কাঠ উদ্ধার করে বনকর্মীরা। যার আনুমানিক বাজার মূল্য দুই থেকে আড়াই লক্ষ টাকা বলে জানা গেছে। এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছে ব্যাঘ্র প্রকল্পের পানা মোবাইল রেঞ্জের আধিকারিকরা।