#কাটিহারে ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষে, মৃত শিশু সহ ৭জন।।
ট্রাকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল শিশু সহ সাতজনের। সোমবার বিহারের কাটিহারে কোডা থানার আওতাধীন ৮১ নম্বর হাইওয়ের দিঘরি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। জানা গেছে অটোটি খেরিয়া গ্রাম থেকে কাটিহারের দিকে আসছিল। ট্রাকটি উলটো দিকে যাচ্ছিল। দিঘরি পেট্রোল পাম্পের কাছে ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। তাঁরা সকলেই একই পরিবারের।
জানা গিয়েছে, পরিবারটি মধ্যপ্রদেশের ইটারসি যাচ্ছিল এবং কাটিহার থেকে তাদের ট্রেন ধরার কথা ছিল। পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান পুলিশ ও প্রশাসনের আধিকারিক-কর্মীরা। স্থানীয়দের সহায়তায় দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পাঠায় পুলিশ। দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা হাইওয়েতে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।